ঈশ্বরদীতে কারবন্দি বিএনপির ৪৭ নেতার পরিবারকে সহায়তা প্রদান

আপডেট: এপ্রিল ৯, ২০২৪, ১২:১১ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীর ৪৭ জন কারাবন্দি বিএনপি নেতাদের পরিবারকে বিশেষ সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৮ এপ্রিল) এ উপলক্ষে ঈশ্বরদীতে আয়োজিত ইফতার মাহফিল ও সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি এদেশ থেকে হারিয়ে যায়নি, বিএনপি হারিয়ে যাওয়ার দল নয়। বিএনপি এখনো আওয়ামী লীগের নিকট ভয়ের একমাত্র কারণ। এদেশের অর্ধেক জেলার হাসপাতালে আইসিইউ নেই। শেখ হাসিনা এদেশের জন্য কোন উন্নয়ন করেনি, এদেশের মানুষকে বাঁচানোর জন্য কোন কিছু করেনি। বরং মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, লুটতরাজ করেছে, দুর্নীতি করেছে।

পাবনা জেলা বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য সেলিম রেজা, সাবেক এমপি কে.এম. আনোয়ারুল ইসলাম, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাসুদুর রহমান মাসুদ, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য দেন, কারাবন্দি ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর স্ত্রী সেলিনা রহমান শিউলিসহ কারবন্দি নেতাদের পরিবারের কয়েকজন সদস্য। এসময় মকলেছুর রহমান বাবলু, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ কারবন্দী ঈশ্বরদীর ৪৭ নেতাকর্মীর মুক্তির দাবী জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ