ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত তিকোর নিহত

আপডেট: জুন ২৬, ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় ১৫-১৬ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল ৮টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনের নিকট এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করছিল। এসময় ওই কিশোর দ্রুত রেললাইনের এক পাশ থেকে অন্যপাশে পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায়।

ট্রেন চলে যাওয়ার পর খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়। ঈশ্বরদী বাইপাস স্টেশনের ষ্টেশন মাস্টার প্রহ্লাদ বিশ্বাস এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি, মরদেহ পোস্টমর্টেম করার পর তার কোন শনাক্তকারী না পেলে আঞ্জুমানে মফিদুল হকের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version