সাঁথিয়ায় যান-জট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট: জুন ২৭, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ


জালাল উদ্দিন,সাঁথিয়া(পাবনা):


পাবনার সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের বনগ্রাম এলাকায় যান-জট নিসরসনে মহসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল হক। বৃহস্পতিবার (২৭ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, জেলা আইন শৃঙ্খলা কমিটির জুন মাসের সিদ্ধান্ত অনুসারে উপজেলার বনগ্রাম এলাকায় মহসড়কের দুপাশে সার্ভিস রোডে অবৈধভাবে নির্মিত স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। অভিযানে ৩৬টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল হক বলেন, মহাসড়ক আইন ২০২১ এর ৯ (১১) ধারা মোতাবেক মহসড়কের দুপাশে রাইট অব ওয়ে এর মধ্যে কোনো স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয়। যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছিলেন তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের স্থাপনা পুনরায় নির্মিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version