ঈশ্বরদীতে মৃত গরু জবাই, ৪ মণ মাংস পুড়িয়ে পুঁতে ফেলা হলো

আপডেট: নভেম্বর ১৫, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে আগের দিন মারা যাওয়া একটি মৃত গরু জবাই করে সেই মাংস গোপনে বস্তায় ভরে ঈশ্বরদী বাজারে এনে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়েছে কসাই। খবর পেয়ে ঈশ্বরদী পৌর কর্তৃপক্ষ সব মাংস জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলেছেন। বুধবার (১৫ নভেম্বর) ঈশ্বরদী বাজারের মাংস বাজারে ‘আরিফ গোস্ত ঘরে’ এ ঘটনা ঘটে। পৌরসভার স্যানিটারি বিভাগের পারদর্শক আবুল কায়সার সুজা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কসাই আরিফ মণ্ডল গোপনে মঙ্গলবার রাতে একটি মৃত গরু জবাই করে সেই গরুর মাংস বুধবার ঈশ্বরদী বাজারে এনে তার মালিকানাধীন আরিফ গোস্ত ঘরে বিক্রি করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌর কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে প্রায় ৪ মণ মাংস উদ্ধার করে। এ সময় পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথার নির্দেশে সব মাংসে কেরোসিন ঢেলে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়। এ বিষয়ে কসাই আরিফ মণ্ডল সবার সামনে প্রকাশ্যে তার দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে শপথ নেয়। ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা বলেন, আমরা খবর পেয়ে দ্রুত বাজারে গিয়ে ওই কসাইকে মাংসসহ হাতে নাতে আটক করি। পরে মুচলেকা নিয়ে ওই কসাইকে ছেড়ে দেয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ