গাজায় ইসরায়েলি গণহত্যার কোনো প্রমাণ নেই, জানাল আমেরিকা

আপডেট: এপ্রিল ১০, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে– এমন কোনো প্রমাণ আমেরিকার কাছে নেই। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির প্রশ্নের জবাবে অস্টিন বলেন, ‘আমরা ইসরায়েলকে নিরাপত্তা সহায়তা দিয়ে তার ভূখণ্ড ও জনগণকে রক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সবাইকে মনে করিয়ে দিতে চাই, ৭ অক্টোবর যা ঘটেছিল, তা সত্যিই ভয়ঙ্কর ছিল।’

 

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি মারা যান। এরপর থেকেই গাজায় নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই হামলায় ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। গাজার ২৩ লাখ জনসংখ্যার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। এটা ঘটনা, আমেরিকা হল ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সমর্থক। সব ধরনের সহায়তা দিয়ে তারা ইজরায়েলের পাশে দাঁড়িয়ে আসছে। গাজার বিরুদ্ধে ইরায়েলের যে যুদ্ধ, সেখানেও আমেরিকার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ