জাতিসংঘ ঘোষিত ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ ইন হেলথ সেক্টর’ শীর্ষক সেমিনার

আপডেট: নভেম্বর ১১, ২০২৩, ৭:২৯ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি:


পাবনায় জাতিসংঘ ঘোষিত ‘শেখ হাসিনা ইনিশিয়েটিভ ইন হেলথ সেক্টর’ শীর্ষক আলাচনা সভা ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন পাবনা জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ডেপুটি স্পীকার শামসুল হক টুকু। বিডিএমএ পাবনা জেলা শাখার সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিডিএমএ কেন্দ্রীয় কমিটির আহবায়ক নুরুল আমিন, সদস্য সচিব আবুল কালাম আযাদ ভুইয়া, সদস্য ফরিদুল ইসলাম, খাদেমুল ইসলাম, জাহাঙ্গীর আলম, প্রদীপ কুমার দাস, আশরাফুজ্জামান। স্বাগত বক্তব্য দেন, বিডিএমএ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার পর সংবিধানে লিখে গেছেন, দলিল দিয়ে গেছেন। সেই দলিল মোতাবেক চললে, বিশেষায়িত চিকিৎসকদের সাথে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের দাবির সংঘাত হবার সুযোগ থাকে না। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা আরো ভালভাবে নিশ্চিত করা সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, বিডিএমএ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হাদী। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এ বিভাগের অন্যান্য সংবাদ