দুইদনি ব্যাপি জেলা (স্থানীয়) উশু প্রতিযোগিতা সমাপ্ত

আপডেট: জুলাই ২, ২০২৪, ১:০২ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় দুইদনি ব্যাপি জেলা (স্থানীয়) উশু প্রতিযোগিতা ২০২৩-২০২৪ গত ২৯ জুন রাত ৯ টায় অংশগ্রহনকারী ১৮টি ক্লাব নিয়ে সমাপনী হয়েছে।

১. মা স্পোর্টস ক্লাব নওদাপাড়া
৮টি স্বর্ণ, ৩ টি রৌপ্য, ৪ টি তাম্র, মোট ১৫ টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
. সবুজ সংঘ
-৫ টি স্বর্ণ, ২ টি রৌপ্য, মোট ৭ টি পদক পেয়ে রানারআপ হওয়ার সুনাম অর্জন করেছেন।
. বি. এস. স্পোর্টিং ক্লাব-৩ য় স্থান
২ টি স্বর্ণ ২ টি তাম্র, মোট ৪ টি পদক। ৪. কাজিরগঞ্জ স্পোটিং ক্লাব-১টি রৌপ্য, ১টি তাম্র পদক, মোট ২ টি পদক।
৫. ফাইটার রাজশাহী ফুটবল ক্লাব-১টি রৌপ্য ১ টি তাম্র পদক, মোট ২ টি পদক।
৬. রাইজান রয়েলস-১টি রৌপ্য, ১টি তাম্র পদক, মোট ২ টি পদক।
৭. আলিফ লাম মিম সংঘ-১টি রৌপ্য ১ টি তাম্র পদক, মোট ২ টি পদক।
৮. শিমলা স্পোর্টিং ক্লাব-১টি রৌপ্য ১টি তাম্র পদক মোট ২ পদক। ৯.জিয়াবুল সৃতি সংঘ-১টি রৌপ্য ১টি তাম্র পদক মোট ২টি পদক। ১০. এ্যালাইড ক্রিকেট ক্লাব-১টি রৌপ্য ১টি তাম্র পদক মোট ২ টি পদক। ১১. আলি সৃতি সংঘ-১টি স্বর্ণ ১টি রৌপ্য ১টি তাম্র পদক মোট ৩ টি পদক। ১২. এ্যালাইড ক্লাব-রৌপ্য ১টি তাম্র পদক ১টি। ১৩. কদম তলা স্পোর্টিং ক্লাব-রৌপ্য ১টি তাম্র পদক ১টি। ১৪. ফাইটার রাজশাহী রাগবি ক্লাব-রৌপ্য ১টি তাম্র পদক ১টি। ১৫.সিপাই পাড়া স্পোর্টিং ক্লাব- স্বর্ণ ১টি তাম্র পদক ১টি। ১৬. রাইমা রেঞ্জার্স- স্বর্ণ ১টি রৌপ্য ১টি তাম্র পদক ১টি। ১৭. টাইগার স্পোর্টিং ক্লাব-স্বর্ণ ১টি রৌপ্য ১টি তাম্র পদক ১টি। ১৮. ফাইটার রাজশাহী- স্বর্ণ ১টি রৌপ্য পদক ১টি। সকলের জন্য দোয়া ও শুভ কামনা জানিয়েছে মোঃ শরফুিল ইসলাম, (প্রাক্তন যুগ্ম সম্পাদক, বাংলাদশে উশু ফেডারেশন, প্রাক্তন প্রধান উশু কোচ, বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা, জাতীয় উশু প্রশিক্ষক, ও রেফোরি), আন্তর্জাতিক উশু কচেস ট্রেনিং কোর্স সনদ পত্র প্রাপ্ত চায়না,বিভিন্ন দেশের মার্শাল আর্ট এর ওপর প্রশিক্ষণ প্রাপ্ত , সদস্য সচবি জেলা উশু সমিতি, রাজশাহী।

এ বিভাগের অন্যান্য সংবাদ