নওগাঁয় কোটি টাকার হিরোইন উদ্ধার

আপডেট: এপ্রিল ৮, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁর রাণীনগরে ট্রেনে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ৬ শতাধিক গ্রাম হিরোইন উদ্ধার করেছে বিজিবি-১৬ এর একটি দল। অভিযান পরিচালনাকারী দলের প্রধান ও বিজিবি-১৬ এর মেজর ফারুক জানান তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে হিরোইনের একটি বড় চালান যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে রোববার (০৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে আটটার সময় রাণীনগর রেলওয়ে স্টেশনে বিজিবি-১৬ একটি দল রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় ট্রেনে অভিযান পরিচালনা করে। এসময় পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে সিটের নিচে হিরোইনের ছয়টি প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়।

ছয়টি প্যাকেটে আনুমানিক ৬শতাধিক গ্রাম হিরোইন রয়েছে যার আনুমানিক বাজার মূল্য মনে করা হচ্ছে প্রায় কোটি টাকা। এই বিষয়ে আরো বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানান এই কর্মকর্তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ