নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ


নাচোল প্রতিনিধি:


‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আইনগত সহায়তা দিবস উপলক্ষে, রোববার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার’র সভাপতিত্বে আলোচনা সভা আরম্ভ হয়।

নাচোলে আলোচনায় বক্তব্য রাখেন নাচোল থানার (তদন্ত) অফিসার ফরিদ আহমেদ, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারী তথ্য আপা দীলরুবা ইয়াসমিন, সাংবাদিক নুরুল ইসলাম বাবু ও সহিদুল ইসলাম।

এছাড়াও শাখা ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইউসুফ আলী, সহকারী প্রোগ্রামার আইসিটি সোহেল রানা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পুলিশ, প্রশাসন, ব্র্যাক অফিস, তথ্য আপা অফিস সহ বিভিন্ন এনজিও’র মাধ্যমে বিভিন্ন আইনগত সহায়তা সেবা প্রদান করা হয় বলে বক্তব্যের মাঝে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার বলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ