পাবনায় হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১০:৪৯ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:


পাবনায় ভূট্টার ক্ষেতে কাজ করতে যেয়ে হিট-স্ট্রোকে আক্রান্ত হয়ে আলাউদ্দিন আলী (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ এপ্রিল) সকাল নয়টার দিকে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়য়নের নেউতিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

আলম হোসেন মৃত আলাউদ্দিনের ছেলে জানান, বাড়ির অদূরে বিলের মধ্য নিজের ভূট্টা ক্ষেতে কাজ করতে যান তার বাবা। এ সময় তীব্র রোদ ও গরমে অসুস্থ হয়ে জমির মধ্যই তিনি জ্ঞান হারান। পরে ওই জমির পাশেই ঘাস কাটার সময় মজিবর রহমান নামের এক ব্যক্তি তাকে পড়ে থাকতে দেখতে পান।

এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন আলীকে মৃত ঘোষণা করেন।

আলাউদ্দিন আলী হিট-স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেন পাবনা জেনারেল হাসপাতাল’র জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা।
তিনি বলেন. ‘প্রচন্ড গরমে প্রতিদিনই মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। অনেক রোগী হাসপাতালে আসছে। চাটমোহরের আলাউদ্দিন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এসেছিলেন বলে আমাদের প্রাথমিক ধারণা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ