পাবনার এক আসনেই তিন ভাইবোন ও স্বামী স্ত্রীসহ মনোনয়ন চান ৩০ জন

আপডেট: নভেম্বর ২১, ২০২৩, ৮:০৮ অপরাহ্ণ

 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার দৌড়ে এবার রেকর্ড সংখ্যক মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আপন তিন ভাইবোন ও স্বামী-স্ত্রী ছাড়াও এই আসনে বর্তমান এমপিসহ মনোনয়ন প্রত্যাশির সংখ্যা ৩০ জনে এসে ঠেকেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ সময় পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছেন দলীয় সূত্র। এই আসনের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস ছাড়াও মনোনয়নপত্র ফরম জমা দিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী ও এই আসনের প্রয়াত এমপি শামসুর রহমান শরীফ ডিলুর দ্ইু ছেলে গালিবুর রহমান শরীফ, সাকিবুর রহমান শরীফ কনক ও মেয়ে মাহজেবিন শিরিন পিয়া। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্বামী-স্ত্রী দুজনই। এরা দুজন হলেন স্বামী ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু ও তার স্ত্রী পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া।

এছাড়া ৩০ জনের লম্বা তালিকায় আরো যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রবিউল আলম বুদু, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাবেক এমপি পাঞ্জাব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ্, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম লিটন, আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বশির আহমেদ বকুল, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, সাবেক পিপি আক্তারুজ্জামান মুক্তা, অ্যাডভোকেট গোলাম মোস্তফা তারা, বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ জালাল উদ্দিন তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. সাহেদ ইমরান, ব্যারিষ্টার সৈয়দ আলী জিরু, প্রকৌশলী আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুসলিমা জাহান ময়নাসহ ৩০ জন।

এবিষয়ে পাবনা-৪ আসনের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস বলেন, দলীয় নেতা-কর্মীরা যে কেউই দলীয় মনোনয়ন চাইতে পারেন, এ বিষয়ে আমার বলার কিছু নাই।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, পাবনা-৪ আসনের এমপি পদের প্রার্থী হতে ৩০ জন দলীয় ফরম উত্তোলন করেছে বলে শুনেছি। সংখ্যাটা এত বেশি হওয়ায় দলীয় পর্যায়ে নানা আলোচনার জন্ম দিয়েছে যা আমাদের জন্য বিব্রতকর।

এ বিভাগের অন্যান্য সংবাদ