পার্বতীপুরে রেলওয়ে লোকোমোটিভ কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

আপডেট: মে ৫, ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। শনিবার (৪ মে) দুপুরে কারখানাটি পরিদর্শন করেন তিনি।

মুখ্য সচিব রেল ইঞ্জিন মেরা-মতের অন্য-তম প্রতিষ্ঠান রেল-ওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কার-খানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এমন সময় বাংলাদেশ রেলের অতিরিক্ত মহা-পরিচালক (এডিজি/আরএস) পার্থ সরকার, মো. আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর রেঞ্জ, রেলের পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার, রেলওয়ে পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্ম-কর্তা নুরু-জ্জামান সরকার, জেলা-প্রশাসক, দিনাজপুর, শাকিল-আহমেদ,পুলিশ-সুপার দিনাজ-পুর শাহ ইফতেখার, অতিরিক্ত পুলিশ-সুপার (ফুলবাড়ী সার্কেল), মোঃ ফরহাদ হোসেন, পার্বতীপুর উপ-জেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, পৌর মেয়র আমজাদ- হোসেন এবং প্রধান নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম-সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ