প্রথমবার পয়লা বৈশাখে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস

আপডেট: এপ্রিল ১১, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


দীর্ঘ আলোচনার পর গৃহীত হয়েছে সিদ্ধান্ত। পয়লা বৈশাখকে এই প্রথম ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে, নির্বাচন কমিশন। ওইদিন, তথ্য ও সংস্কৃতি দপ্তর সরকারি মূল অনুষ্ঠানটির আয়োজন করবে কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে। আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকায়, সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি থাকবে না বলে খবর সূত্রের।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রের পক্ষে ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হলে আপত্তি তোলে রাজ্য সরকার। পরিবর্তে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য বিধানসভায় প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর, প্রতি বছর, বাংলা দিবস পালনের সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ