বদলগাছীতে বাল্য বিয়ে প্রতিরোধে দেয়ালিকা উপস্থাপন ও শপথ বাক্য পাঠ

আপডেট: জুন ১২, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে বাল্য বিয়ে প্রতিরোধে বাল্য বিয়ে না বলুন- দেয়ালিকা উপস্থাপন ও কিশোরীদের বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের করা হয়। বুধবার (১২ জুন) সকাল ৯ টায় শুরকালী মোর থেকে সাইকেল র‌্যালিটি শুরু করে উপজেলা সদরে লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়। বালিকা বিদ্যালয়ে কিশোরীদের সচেতনতামুলক বাল্য বিয়ে না বলুন দেয়ালিকা উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডব্লিউএফডি এর আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আগামীর পথে কর্মসূচীর প্রোগ্রাম অফিসার জুলেখা আকতার, ফিল্ড ফ্যাসিলেটর আফরিন সুলতানা, আমিনুল ইসলাম, সি এম আদরী, সুণি বাসঁফোড়, অনিক ঘোস, মাফিজুল, জগদিশ চন্দ্র, প্রমুখ। অনুষ্ঠানে কিশোরীদের বাল্য বিয়ে না বলুন সপথ বাক্য পাঠ করান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ