বাগমারা হতে চোলাইমদ উৎপাদন ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার

আপডেট: এপ্রিল ২৫, ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৩০ মিনিটে জেলার বাগমারা থানার মহব্বতপুর এলাকায় অপারেশন চালিয়ে ১০০৬ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেফতার করেছে।

এ সময় আসামীদের কাছ থেকে বড় প্লাস্টিকের ড্রাম ৩টি, অ্যালুমোনিয়ামের পাতিল ৭টি, বালতি ৪টি জব্দ করা হয়। ধৃত আসামীরা হলো-শান্ত রায়ের ছেলে দিপেন রায় (৩৮), মৃত রংলাল রায়ের ছেলে কড়ি রায় (৫৫), মৃত অমর কুমারের ছেলে সাগর কুমার (২৪) এবং মৃত বাবুল রায়ের ছেলে জ্যোতি রায় (৪৮)। এরা সকলেই বাগমারা থানার মহব্বতপুরের বাসিন্দা। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ধৃত আসামীদের বসতবাড়িতে অভিযান চালায়।
এ ঘটনায় বাগমারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ