ভোটার ৫৮৭, ভোট দিলেন মাত্র ৪ জন! ১০০ কিমি পাহাড়ি পথ বেয়ে ভোট নিয়ে এলেন কর্মীরা

আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১:১১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


নির্বাচন কমিশনের তালিকায় ভোটার সংখ্যা ৫৮৭ জন। কিন্তু ভোটকর্মীরা যখন ভোট সংগ্রহ করতে গেলেন, ভোট পড়লো মাত্র ৪টি। এ বারের লোকসভা নির্বাচনের প্রথম দফায় এমনই ঘটনা ঘটেছে উত্তরাখণ্ডের একটি গ্রামে।

এই দফায় রাজ্যের সবচেয়ে প্রত্যন্ত বুথ ছিল কানার গ্রামে। পাহাড়ি একটি গ্রাম। দুর্গম রাস্তা। সেই গ্রামে ভোটার সংখ্যা ৫৮৭। সেই ভোট সংগ্রহ করতেই নির্বাচনের ৪দিন আগে রওনা দিয়েছিলেন ভোটকর্মীদের ৪ জনের একটি দল।

১০০ কি.মি. পাহাড়ি পথ বেয়ে যখন তাঁরা গ্রামে পৌঁছলেন, হতাশই হলেন। ভোটের জন্য সব রকম আয়োজন করা হয়েছিল। কিন্তু ভোটাররাই এলেন না! তবে ৪ জন ‘মানরক্ষা’ করেছেন। না হলে খালি হাতেই ফিরতে হতো ভোটকর্মীদের। সেই ৪ ভোট সংগ্রহ করে শনিবার (২০ এপ্রিল) ফিরেছেন ভোটকর্মীরা।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন