মহাদেবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট: এপ্রিল ১৮, ২০২৪, ১০:২০ অপরাহ্ণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :


“প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্যা বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, মহাদেবপুর সদর ইউপির সাবেক চেয়ারম্যান মুহাঃ মাহবুবুর রহমান ধলু, খামারী গীতা রানী প্রমুখ। প্রদর্শনীতে খামারী ও প্রাণিসম্পদ বিষয়ক ৩০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারী ও সফল উদ্যোক্তাদের ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ