মুজিবনগর দিবস উপলক্ষে আ’লীগের প্রস্তুতি সভা

আপডেট: এপ্রিল ১৩, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের যৌথ সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা শুক্রবার (১২ এপ্রিল) রাত ৮টায় রাণীবাজারস্থ জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সভাপতি অনিল কুমার সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর’র-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ-সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক এড. লায়েব উদ্দিন লাবলু, মোস্তাফিজুর রহমান-মানজাল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক-সম্পাদক এড. আসলাম সরকার, জেলা আওয়ামী লীগের নেতা আকতারুজ্জামান আকতার,

মহানগর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান-কালু, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী, পবা উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, দূর্গাপুর উপজেলা পরিষদ-চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আ. রহিম মোল্লা, মুন্ডুমালার পৌরসভার মেয়র গোলাম রাব্বানী, মোহনপুর উপজেলার ভাইস চেয়ারম্যান রাসেল, ভালুকগাছি ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি চিরস্মরণীয় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নির্দেশিত পথে মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের লক্ষ্যে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এরপর থেকেই স্থানটি মুজিবনগর নামে পরিচিত।

তিনি আরো বলেন, মুজিবনগর দিবস উপলক্ষে আগামী ১৮ এপ্রিল বিকাল ৩টায় সাহেব বাজারে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের জনসমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দকে স্বত:স্ফুর্ত ভাবে অংশগ্রহনের আহ্বান জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা: তবিবুর রহমান শেখ, নাঈমুল হুদা রানা, সাবেক সংসদ সদস্য ডা. মুনসুর রহমান, মহানগর আ’লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক মোস্তাক হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক-সম্পাদক আলফোর রহমান, কৃষি বিষয়ক-সম্পাদক মীর তৌফিক আলী-ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক-সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক-সম্পাদক ফিরোজ কবির-সেন্টু, শিল্প ও বানিজ্য বিষয়ক-সম্পাদক ওমর শরীফ রাজিব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক-সম্পাদক ডা. ফ.ম.আ জাহিদ, ধর্ম বিষয়ক-সম্পাদক জাহিদুল ইসলাম-জাহিদ,

মহিলা বিষয়ক-সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক-সম্পাদক কামারউল্লাহ সরকার-কামাল, সদস্য আরিফা বেগম, শামসুজ্জামান আওয়াল, হাবিবুর রহমান বাবু, নজরুল ইসলাম তোতা, এড. শামসুন্নাহার মুক্তি, শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, আব্দুস সালাম, আখতারুল আলম, কে.এম জুয়েল জামান, বাদশা শেখ, ইউনুস আলী, বোয়ালিয়া (পূর্ব) থানা আ’লীগ সাধারণ-সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ-সম্পাদক শামসুজ্জামান রতন প্রমুখ।