রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার ইদ উপহার সামগ্রী বিতরণ

আপডেট: এপ্রিল ৬, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে ইদ উপহার সামগ্রী বিতরণ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, রাজশাহী কমিটি। শনিবার (৬ এুিপ্রল) দুপুরে যৌথ আয়োজনে রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় এসব ইদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র রাজশাহী কমিটির সভাপতি মো, জামাত খান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা আকবারুল হাসান মিল্লাত, বাপা রাজশাহী শাখার সহসভাপতি সাংবাদিক শ ম সাজু, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, সাংবাদিক শাখাওয়াত হোসেন সাদী. বাপা-রাজশাহীর কোষাধ্যক্ষ কে এম জোবায়েদ হোসেন জিতু, নারী নেত্রী সোনিয়া খাতুন, চাইনা বেগম ও অপর্ণা সেন প্রমুখ। অনুষ্ঠানে মোট ৬০ পরিবারের মধ্যে প্রতিজনকে ৫ কেজি চাল, চিনি, সেমাই, তেল, লবন ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ