রাজশাহীতে যুবলীগের উদ্যোগে পথচারীর মাঝে পানি ও স্যালাইন বিতরণ

আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


তীব্র তাপদাহতে জনসাধারণকে স্বস্তি দিতে রাজশাহী মহানগরের ব্যস্ততম এলাকা শহীদ কামারুজ্জামান চত্বরে রিকশাওয়ালা, পরিবহন শ্রমিক ও পথচারীদের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করে রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।

রোববার (২৮ এপ্রিল) বেলা ১২টার সময় তৃষ্ণার্তদের হাতে-হাতে পানি ও স্যালাইন তুলে দেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ-সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও সাবেক সাংগঠনিক-সম্পাদক মুকুল শেখ।

এ সময় তৌরিদ আল মাসুদ রনি বলেন, তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। এজন্য আমরা মানুষের মধ্যে পানি বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় ও যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা সবার মধ্যে সুপেয় পানি, খাবার স্যালাইন ও জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ