রূপপুরে এলো প্রথম পর্বের ইউরেনিয়ামের শেষ চালান

আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ৫:০৬ অপরাহ্ণ

ঈশ্বরদী, (পাবনা) প্রতিনিধি :


শুক্রবার (১০ নভেম্বর) সকালে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম পর্বের শেষ (৭ম) চালান ঈশ্বরদীর রূপপুরে এসে পৌঁছেছে। শুক্রবার সকালে ইউরেনিয়াম নিয়ে গাড়িবহর রূপপুর প্রকল্প অভ্যন্তরে প্রবেশ করে। এর আগে ৩ নভেম্বরে ইউরেনিয়ামের ষষ্ঠ এবং ২৭ অক্টোবর রূপপুরে এসে পৌঁছায় ইউরেনিয়ামের ৫ম চালান।

ঈশ্বরদী সার্কেলের এএসপি বিপ্লব কুমার গোস্বামী জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো খুব ভোরে রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়ক দিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া ও রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। অন্যান্যবারের এবারও সেনাবাহিনির সার্বিক তত্ত্বাবধানে আনা হয় ইউরেনিয়ামের চালান।

এ বিভাগের অন্যান্য সংবাদ