ঈশ্বরদীতে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা নিয়ে অবহিতকরণ

আপডেট: মার্চ ১৩, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়ন ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট (বিএসআরআই) এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল মিলনায়তনে এ অবহিতকরণ সভার আয়োজন করে।

শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনায় এতে সভাপতিত্ব করেন বিএসআরআই-এর মহাপরিচালক (ডিজি) ড. মো. ওমর আলী। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ড. সাঈদা খাতুন ও স্বাগত বক্তব্য দেন বৈজ্ঞানিক কর্মকর্তা নুর আলম। এ ছাড়া বক্তব্য রাখেন বিএসআরআই-এর পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদ, পরিচালক (টিওটি) ড. মোছা. ইসমাৎ আরা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতাউর রহমান।

শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে মতামত তুলে ধরে সভায় আরও বক্তব্য রাখেন নর্থবেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (জিএম) মো. আসাদুল হক, ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার, বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবচন্দ্র রায়, বড়াইগ্রাম কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহদী হাসান, ঈশ্বরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, উত্তরাঞ্চল মৌচাষি সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও মৌচাষি সাজাহান আলী।

শুদ্ধাচার কৌশল অবহিতকরণ সভায় বিএসআরআই-এর বিজ্ঞানী, কর্মকর্তা ছাড়াও দেশের বিভিন্ন সুগার মিলের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, মৌ চাষি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ