ডা. কাজেম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট ও বিক্ষোভের ডাক

আপডেট: নভেম্বর ৪, ২০২৩, ৭:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী মেডিকেল কলেজের ৪২ তম-ব্যাচের ছাত্র ও ডার্মাটোলজি বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহম্মেদ হত্যাকাণ্ডের ঘটনায় অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী শাখার সভাপতি অধ্যাপক ডা. এবি সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ডা. নওশাদ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) নেতৃবৃন্দ জরুরি বর্ধিত সভা করে। সভা থেকে অতিদ্রুত আইনের আওতায় এনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। একই সাথে আজ শনিবার (৪ নভেম্বর) এবং রোববার (৫ নভেম্বর) সকাল ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত সর্বস্তরের চিকিৎসক সমাজকে সাথে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপতালের পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন। পরের দিন পুলিশ প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি প্রদান করা হবে।

এ বিষয়ে বিএমএ রাজশাহী শাখার সধারণ সম্পাদক অধ্যাপক ডা. নওশাদ আলী বলেন, ডার্মাটোলজি বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহম্মেদ হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবি কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে থাকছে শনিবার (৪ নভেম্বর) এবং রোববার (৫ নভেম্বর) সকাল ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ।

প্রসঙ্গত, রোববার (২৯ অক্টোবর) রাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার চেম্বার থেকে রোগী দেখে উপশহরস্থ বাসায় যাওয়ার পথে বর্ণালী মোড়ে রাত পৌনে ১২টায় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী মাইক্রোবাস থেকে নেমে তাকে মোটরসাইকেলের গতিরোধ করে চিকিৎসকের বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে রামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version