অস্ত্র ও মাদকসহ ৭ মামলার আসামী সন্ত্রাসী তসলিমকে জয়পুরহাট থেকে গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় জয়পুরহাট সদর থানার জিতারপুরে এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকের সাত মামলার আসামী তসলিমকে ওয়ান শুটারগানসহ গ্রেফতার করেছে।

আসামী তসলিম উদ্দিন (৩২) জয়পুরহাট সদর থানার জিতারপুরের তোজাম্মেল হকের ছেলে। আসামীর কাছ থেকে একটি শুটারগান ছাড়াও ৭ পিস ট্যাপান্টাডল উদ্ধার করা হয়। এ সময় অপর আসামী জিতারপুরের ইদ্রিস আলীর ছেলে রাব্বি (১৯) পালিয়ে যায়। খবর বিজ্ঞপ্তির।

সূত্রমতে, গ্রেফতারকৃত আসামী তসলিম একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পলাতক আসামী রাব্বীর মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। তসলিম অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত যেন কেউ তার মাদক ব্যবসার ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে জিতারপুর এলাকায় বিভিন্ন মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।