আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও মঞ্চস্থ হবে নাটক ‘কালো ছায়া’

আপডেট: এপ্রিল ২৬, ২০২৪, ৪:২৭ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি :


‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে” জাতীয় শিশু-কিশোর সংগঠন ভোর হলো’র এই শ্লোগানকে সামনে নিয়ে ভোর হলো, রাজশাহী আয়োজিত আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও মঞ্চস্থ হবে মনোজমিত্র রচিত ‘চমচম কুমার’ অবলম্বনে নাটক ‘কালো ছায়া’।

তারিখ: ২৮ এপ্রিল ২০২৪, রোববার। চিত্রাঙ্কনের সময়: বিকাল ৫:১৫ টা এবং নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যা ৭টায়। নাটক দেখতে কোনো টিকিট লাগবে না। সকলের জন্য উন্মুক্ত। নাটক শেষে রাত্রি ৮টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হবে।

স্থান: রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। বিশেষ অতিথি থাকবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রধান ডিসপ্লে কর্মকর্তা এম.এম মহিউদ্দিন কবীর মাহিন এবং উপ-প্রধান ডিসপ্লে কর্মকর্তা সৈকত সরকার।

অংকনের বিষয়: শূন্য থেকে দ্বিতীয় শ্রেণি- ক বিভাগ, আঁকবে ‘চাকা (যেকোনো), তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি- খ বিভাগ, আঁকবে ‘রকেট’, ষষ্ঠ থেকে ৮ম শ্রেণি- গ বিভাগ আঁকবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট ১’, নবম- দশম শ্রেণি- ঘ বিভাগ, আঁকবে ‘বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় এর প্রতিকৃতি’।
এ-ছাড়াও সকল স্কুল পর্যায়ের শিক্ষার্থী (০-১০ম শ্রেণি)-ঙ বিভাগে বাসায় বসেও ছবি আঁকিয়ে অংশগ্রহণ করবে‘বাড়িতেও ছবি আঁকানো প্রতিযোগিতায়’।

▶ছবির বিষয় : ‘তোমার ভাবনায় বাংলাদেশের মহাকাশযান (spacecraft)
▶একটা পূর্ণাঙ্গ ছবি আঁকার কাগজ কার্টিজ পেপারকে চার ভাগ করে এক ভাগে সেই ছবিটা আঁকিয়ে ২৮ এপ্রিল প্রতিযোগিতার দিন জমা দিতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণে পূর্বে কোনোপ্রকার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। প্রতিযোগিতার দিন উপস্থিত থাকলেই হলো। প্রয়োজনে মোবাইল : ০১৭১২১৭২০৩৯

এ বিভাগের অন্যান্য সংবাদ