চোরাই অটোরিকশা উদ্ধার, চোর গ্রেফতার

আপডেট: এপ্রিল ২৬, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


অটোরিকশা চুরির মামলা করার মাত্র ৩ ঘণ্টার মধ্যে চোরাই অটোরিকশাসহ  চোরকে আটক করে এমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটলি পাড়ায় অভিযান চালিয়ে চোরকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাই অটোরিকশাটি উদ্ধার হয়।

ধৃত আশিক (২৪) কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্পের রফিকুল ইসলামের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অটোরিকশা চালক রাসেল বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টায় কাশিয়াডাঙ্গা থানার শেখপাড়া এলাকায় রাস্তার পাশে তার অটোরিকশাটি রেখে বাগানের ভিতরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান। ফিরে এসে দেখেন তিন ব্যক্তি তাঁর অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছে।

তখন তিনি চিৎকার করে দৌড়িয়ে চোরদের ধরার চেষ্টা করেও ধরতে পারেন না। রাসেলের বাবা পাভেল মিয়ার উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি চুরির মামলা রুজু হয়।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার একটি টিম বৃহস্পতিবারা দুপুর ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম টুলটুলিপাড়া থেকে আসামি আশিককে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ