দুপচাঁচিয়ায় বৈদ্যুতিক মিটার চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার দুপচাঁচিয়ায় র‌্যাবের অভিযানে বৈদ্যুতিক মিটার চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাসস্ট্যন্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৈদ্যুতিক মিটার চোরচক্রের গ্রেফতারকৃতরা হলেন, দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগরের এনামুলের ছেলে সজীব হোসেন (১৯), আলতাফনগর বাজারের শফির ছেলে শাহাদাত আলী (১৯) এবং খিয়ানী মধ্যপাড়ার সামসুদ্দিনের ছেলে মাসুম বিল্লাহ (২৫)।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাসস্ট্যন্ড এলাকা থেকে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ৩টি চোরাই বৈদ্যুতিক মিটার, ২ কেজি বৈদ্যুতিক তার, ১টি বৈদ্যুতিক তার কাটার মেশিন, ১০টি মোবাইল ফোন, ১০টি সীমকার্ড জব্দ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ