নাচোলে ক্ষেতে হলুদ ফুলের সমারোহ, সরিষার ফলনে স্বপ্ন দেখছেন কৃষক

আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৩, ৭:২১ অপরাহ্ণ


নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিভিন্ন এলাকায় মাঠ ভরা সরিষার সমারোহ, বুক ভরা স্বপ্ন দেখছেন কৃষকরা। মাঠে মাঠে সবুজের মাঝে ফুটে আছে হলুদ সরিষার ফুল। শীতের হাওয়ায় ছড়িয়ে পড়েছে সুবাস। মধু আহরণে ফুলে ফুলে বসছে মৌমাছি সহ বিভিন্ন জাতীর প্রজাপতিরা।

দেখা যাচ্ছে মাঝেমধ্যে কোমলমতি শিশু সহ বিভিন্ন বয়সী নারী পুরুষরাও হলুদ ফুলের মধ্যে দাঁড়িয়ে, বসে আনন্দের সাথে মনোমুগ্ধকর হয়ে ছবি তুলতে ব্যস্ত থাকছেন।
সরেজমিনে গিয়ে যতদুর চোখ যায় শুধু হলুদে সমারোহ, বাতাসে দোল খাচ্ছে ফুল। দেখে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে এবং বাজারে দামও ভালো আছে এ আশায় বুক ভরা স্বপ্ন দেখছেন কৃষকরা।

উপজেলার কৃষ্ণপুর গ্রামের মনিরুল ইসলাম জানান এবছর সরিষা, গম ও মসুর মিলিয়ে ৬বিঘা জমিতে চাষাবাদ করেছি। সময়মতো সঠিক পদ্ধতিতে পরিচর্যা করছি।
ফুলগুলো বড় আকারের হয়েছে। প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফুল ধরেছে আছে। ফলন ভালো হবে আশা করছি। এবং সময়মত সরিষা তুলে বিক্রি করে যদি ভালো দাম পাই, সেই টাকা দিয়ে ওই জমিতে আবারো ইরি, বোরো ধান চাষাবাদ করতে পারব। এবং সংসারের তেলের ঘাটতি মেটাতেও আগ্রহ করে সরিষা আবাদ করেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক বান্ধব সরকার, কৃষি বিভাগের মাধ্যমে, বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের বীজ ও সার প্রণোদনা দিয়ে থাকেন সরকার।

রাওতাড়া গ্রামের ইব্রাহিম আলী জানান, এবছর ৩বিঘা সরিষার চাষাবাদ করেছি। গাছেপাতে খুব ভালো হয়েছে। ফলনো ভালো হবে বলে আশা করছি।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, চলতি মৌসুমে ৯-হাজার ৫০-হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষাবাদ হয়েছে। এবছর বিঘাপ্রাতি সাড়ে ৪-থেকে ৫ মণ ফলন হতে পারে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ