পরীক্ষায় অকৃতকার্য, তেলঙ্গানায় দু’দিনে আত্মঘাতী সাত পড়ুয়া

আপডেট: এপ্রিল ২৬, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


তেলঙ্গানায় গত দুই দিনে আত্মঘাতী হয়েছে সাত পড়ুয়া। জানা গিয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় অকৃতকার্য হতেই আত্মঘাতী হয়েছে পড়ুয়ারা। এমনটাই দাবি পড়ুয়াদের পরিবারের সদস্যদের।

২৪ এপ্রিল তেলঙ্গানার ইন্টারমিডিয়েট বোর্ডের প্রথম (একাদশ) এবং দ্বিতীয় বর্ষের (দ্বাদশ) পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। তার পর থেকেই রাজ্যের একাধিক জেলা থেকে পড়ুয়াদের আত্মহত্যার খবর সামনে আসছে।

তার মধ্যে দু’জন ছাত্রীও রয়েছে। ওই দুই ছাত্রীর বাড়ি মহবুবাবাদ এলাকায় বলে জানা গেছে। এছাড়া রাজ্যের পূর্বাঞ্চলীয় এলাকার ডেপুটি পুলিশ কমিশনার আর গিরিধর জানিয়েছেন, তাঁর এলাকায় প্রথম বর্ষের এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নাল্লাকুন্তা এলাকায় রেললাইনের ধারে এক তরুণের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অনুমান পরীক্ষায় পাশ করতে না পেরেই ওই ছাত্র আত্মহত্যা করেছে। মনচেরিল এলাকাতেও ঘটেছে একই ঘটনা। ওই এলাকায় তিন জন প্রথম বর্ষের ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সব ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ