বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আপডেট: এপ্রিল ১৮, ২০২৪, ২:৪৯ অপরাহ্ণ


বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :


সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় হাসপাতাল প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় ভার্চুয়াল মাধ্যমে একযোগে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমীন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান ফয়জুল কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী। এ মেলায় উপজেলার বিভিন্ন খামার থেকে উন্নত জাতের গরু, ছাগল, হাস মুরগী ও কবুতর সহ বিভিন্ন ওষুধ কোম্পানির পণ্য ৪১টি স্টলে প্রদর্শনী করা হয়।