বিএমডিএ’র চলমান কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা

আপডেট: জুন ২৮, ২০২৪, ৮:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চলমান কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্র্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বরেন্দ্রর চলমান কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার ব্যবস্থাপনা ও উপকরণের অতিরিক্ত সচিব ড.নূরুন্নাহার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো আব্দুর রশীদ নির্বাহী পরিচালক বিএমডিএ।

এসময় সম্মানিত অতিথিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরেন ভিডিও চিত্রের মাধ্যমে। এসময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ড. আবুল কাসেম, জাহাঙ্গীর আলম খান, বিএমডিএ সচিব যোবায়ের হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক , তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version