ভোটআবহে সালমানের বিরুদ্ধে ‘বড় ষড়যন্ত্র’! ‘গ্যাংস্টারদের খতম করুন’, মোদি-শাহকে চিঠি বলিউডের

আপডেট: এপ্রিল ১৫, ২০২৪, ২:৩২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


তিনি বলিউডের প্রিয় ‘ভাইজান’। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর যেমন দাপট রয়েছে, তেমনই বহু শিল্পী, কলাকুশলীদের কাছে তিনি ‘দিলদরিয়া’ সালমান খান। যখনই কেউ কোনো বিপদে পড়েছেন, পাশে পেয়েছেন ভাইজানকে। কোভিড পর্বেও ইন্ডাস্ট্রির দুস্থ কলাকুশলীদের নিত্যদিন বিনামূল্যে রেশন বিলিয়েছেন। সালমানকে সিঁড়ি করে বহু তারকাদের ইন্ডাস্ট্রিতে আসা নিয়েও এককালে কম চর্চা হয়নি।

সেই ‘দান’ কি এত সহজে ভোলা যায়? এ
মুহুর্মুহু বিষ্ণোই গ্যাংস্টারের খুনের হুমকির মাঝেই রোববার (১৪ এপ্রিল) কাকভোরে গ্যালাক্সিতে গোলাগুলির ঘটনার পরই সালমানের হয়ে আওয়াজ তুলল সিনে সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ারকার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে AICWA| । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়ে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে সিনেদুনিয়ার এই বিশিষ্ট সংগঠন। মোদির কাছে তাঁদের আর্জি, ‘ভাইজানের নিরাপত্তা বাড়ানো হোক এবং ওই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে খতম করুন।’

মোদিকে পাঠানো চিঠিতে AICWAএর পক্ষে লেখা হয়েছে, ‘সালমান খান শুধু বলিউডে নন, গোটা বিশ্বে জনপ্রিয় মুখ। মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় যদি এরকম খোলাখুলি গুলি চলে, তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা যথেষ্ট উদ্বেগের। যেখানে সালমান নিজেই নিরাপদ নন।

ভোটের আবহে গ্যাংস্টারা বুক ফুলিয়ে এসব কাণ্ড ঘটাচ্ছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আমাদের অনুরোধ সালমানের নিরাপত্তা বাড়ানো হোক এবং যারা গুলি চালিয়েছে, তাদের খুঁজে বের করা হোক। এহেন ঘটনা গোটা বলিউডে ভয়ের আবহ তৈরি করেছে। আর সেই ভয়কে কাজে লাগিয়ে কুখ্যাত গ্যাংস্টাররা বলিউড তারকাদের থেকে মোটা টাকাও চাইতে পারে। সালমানকে যেহেতু বলিউডের ‘গডফাদার’ বলা হয়, তাই টার্গেটটা তাঁকেই প্রথম করা হয়েছে।’

সেই চিঠিতেই সংযোজন, ‘অল ইন্ডিয়া সিনে ওয়ারকার্স অ্যাসোসিয়েশন সালমান খান এবং তাঁর গোটা পরিবারের পাশে রয়েছে। কারণ ওঁরাও আমাদের বলিউড পরিবারেরই একজন। সালমানকে টার্গেট করে যে গ্যাংস্টাররা নাম কামাতে চাইছে, তারা যাতে ভবিষ্যতে এহেন কাজ আর না করতে পারে, সেই আর্জিই জানাচ্ছি আপনাদের কাছে।’

রোববার ভোর ৫টা নাগাদ সালমান খানের বান্দ্রার বাংলোর সামনে গুলি চালায় দুই দুষ্কৃতিকারীরা। ঘটনার পর যদিও সালমানের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, তবুও মুম্বই পুলিশ প্রশাসনের ফাঁকফোকড় নিয়েও প্রশ্ন উঠেছে ইতোমধ্যেই।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ