রোগ শয্যায় বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধাদের রোগমুক্তি কামনা

আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ২:০৭ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :


রোগ শয্যায় প্রবীণ রাজনীতিবিদ যুদ্ধকালীন কমান্ডার, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। ঘুমের মধ্যে খাট হতে পড়ে গিয়ে হিপজয়েন্টে ইনজুয়েরি নিয়ে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে চিকিৎসার সুব্যবস্থা না হওয়ায় বর্তমানে ঝাউতলা আমানা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৮ এপ্রিল) তার অপারেশন হওয়ার কথা রয়েছে।

তাঁর আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং সকলকে দোয়া করার জন্য আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন মুক্তিযুদ্ধের রাজশাহী অঞ্চলের অন্যতম সংগঠক ও সাবেক সিটি মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাদী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতা বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান, জেলা ভারপ্রাপ্ত কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা শাহাদুল হক, জেলা ডেপুটি কমান্ডার/২০১৪ বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন, জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ কো-চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, রাজপাড়া থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শুকুর উদ্দীন ও বোয়ালিয়া থানা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ