লালপুরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

আপডেট: এপ্রিল ২৫, ২০২৪, ৭:৫১ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে ২০২৩-২৪ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের বিকল্প আয়বর্ধক কর্মসূচির আওতায় জেলেদেরে মাঝে উপকরণ সহায়তা হিসাবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১৮ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

লালপুরে এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র,লালপুর থানার ওসি নাছিম আহমেদ, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোত্তর্জা লিলি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার,কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, নাটোর জেলা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী কর্মকর্তা সুজন মাহমুদ প্রমুখ।