শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ৬টি গবাদিপশুর মৃত্যু

আপডেট: এপ্রিল ১৩, ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ


শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:শিবগঞ্জে আগুনে পুড়ে ভষ্মিভুত হলো চারটি ছাগলসহ একটি বাড়ি ও আসবাবপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা। এলাকাবাসি ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে উপজেলার বিশ্বনাথপুর গ্রামে মহসিনের গোয়ালঘরের মশা তাড়ানো কয়েলের আগুনের সূত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শিবগঞ্জে এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু ও চারটি ছাগল, শয়ন ঘরে থাকা নগদ টাকাসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ভষ্মিভুত হয়। এ সময় একটি শিশুকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। বাড়ির মালিক মহসিন আলী জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ১১ এপ্রিল রাতে গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ি। এখান থেকে আগুনের সূত্রপাত ঘটে । এতে আমার নগদ টাকা, গরু, ছাগল ও আসবাবপত্র সহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুল ইসলাম জানান ঘটনা জেনেছি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রতিবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ