সদরঘাটে লঞ্চের ধাক্কায় পাঁচজনের মৃত্যু

আপডেট: এপ্রিল ১১, ২০২৪, ৬:২৯ অপরাহ্ণ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় পাঁচজনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক:


রাজধানীর সদরঘাট টার্মিনালের পন্টুনে দাঁড়িয়ে থাকা পাঁচ যাত্রীর প্রাণ গেছে রশি ছিঁড়ে আসা একটি লঞ্চের ধাক্কায়।
ইদের দিন (১১ এপ্রিল) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মাহফুজুর রহমান মিয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যাত্রীরা পন্টুনে দাঁড়ানো ছিলেন। এ সময় রশি ছিঁড়ে একটি লঞ্চ এসে তাদের আঘাত করে।”
ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, এমভি তাসরিফ ৪ ও এমভি পূবালী ১ রশি দিয়ে সদরঘাটের ১১ নম্বর পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়।
নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে। নিহতদের মৃতদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা আছে।
তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ