সোনা মসজিদে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায়

আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বত্রই জুড়ে চলছে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি। এতে মানুষের মাঝে পড়েছে তীব্র হাহাকার।
বৃষ্টির পানির অভাবে মাঠ-ঘাট ফেটে চৌচির অবস্থায় মাঠের ফসল বিনষ্ট হয়ে পড়েছে, আমের গুটি ঝড়ে পড়ছে। এমতবস্থায় পানি চেয়ে মহান আল্লাহ দরবারে পানির জন্য সাহায্য চেয়ে ইস্তেসকার নামাজ আদায় শত শত মুসলিম। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে সহস্রাধিক মানুষ।

বুধবার (২৪ এপ্রিল) সকালে স্থানীয় তরুণ যুব সমাজের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে গরম থেকে মুক্তি,বৃষ্টি ও ফসল রক্ষার জন্য মহান আল্লাহ-পাকের রহমত কামনা করে দোয়া করা হয়েছে। এতে হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকসহ শাহাবাজপুর এলাকার সাধারণ-মানুষ অংশগ্রহণ করেন।

মাওলানার হুমায়ুন কবিরেরর ইমামতিতে ইস্তেসকার দুই রাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে মোনাজাত পরিচালনা করেন। একই সঙ্গে পৃথিবীর সকল মুসলমান জন্য দোয়াও করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ