আদমদীঘিতে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতির মৃত্যু

আপডেট: অক্টোবর ১১, ২০২৩, ৭:৫৩ অপরাহ্ণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:


বগুড়ার আদমদীঘিতে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাতি মিম (২৩) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১অক্টোবর) সকালে উপজেলা সদর ইউনিয়নের দিঘড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিম ওই গ্রামের জাকারিয়ার ছেলে।

জানা যায়, বুধবার সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে গরু বের করতে যান বৃদ্ধ মনোয়ারা বেগম। এ সময় গোয়ালঘরের ভিতর অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তিনি চিৎকার দেন। চিৎকার শুনে নাতি মীম গোয়ালে ছুটে গিয়ে দাদিকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। প্রতিবেশীরা আহত দাদি ও নাতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাতি মীমকে মৃত ঘোষণা করেন। আর দাদিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি ইউপি মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ