আবারো ভূমিকম্প তাইওয়ানে, ক্ষয়ক্ষতি হল কতটা?

আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


ফের ভূমিকম্প তাইওয়ানে। শনিবার মধ্য রাতে তাইওয়ানের পূর্বে অবস্থিত হুয়ালিয়েন প্রদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে তাইওয়ানের রাজধানী তাইপেই অবধি কম্পন অনুভূত হয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ২৪ দশমিক ৯ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। এর আধ ঘণ্টা পরেই দ্বিতীয় ভূমিকম্প হয়। এবার রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮। প্রথম কম্পনটি ফিলিপিন্স সাগরের গভীরে হয়, দ্বিতীয় কম্পনটির উৎস আবার ছিল হুয়ালিয়েন উপকূল সাগরের ১৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

হুয়ালিয়েন ছাড়াও ইলান, নানতুও, হশিনচু, তাইচুং, তাওউয়ান ও নিউ তাইপেই–তেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে এখনও অবধি কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। প্রসঙ্গত, চলতি মাসে একাধিকবার ভূমিকম্প হয়েছে তাইওয়ানে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ