এম.পি বাদশার সাথে জাতীয় প্রবীণ নীতিমালা বাস্তবায়ন কমিটির মতবিনিময়

আপডেট: এপ্রিল ২৫, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


জাতীয় প্রবীন নীতিমালা বাস্তবায়ন সংক্রান্ত দাবী আদায় কমিটির নেতৃবৃন্দের সাথে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল দশটায় এমপি বাদশার নিজস্ব কার্যালয়ে বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর মো. আব্দুস সালাম এর নেতৃত্বে ১২ সদস্যর প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

কমিটির সদস্য সচিব প্রকোশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা অত্যন্ত মনোযোগ সহকারে দাবি আদায় কমিটির বক্তব্য শোনেন এবং তিনি নিজেই যেহেতু একজন সিনিয়র সিটিজেন সেকারণে দাবি আদায় কমিটির বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেন।

তিনি আসন্ন জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। দাবী আদায় কমিটির সদস্যগণ সংসদ সদস্যের এই প্রতিশ্রুতি প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোরশেদ মনজুর হাসান চুন্না, জাহাঙ্গীর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, নাজমুল আবেদীন টুবলু, মুরতজা রেজা কোরাইশী মানিক, মুনতাজুর রহমান চঞ্চল চৌধুরী আব্দুস সালাম চৌধুরী, রেজা আহমেদ, অ্যাডভোকেট আলতাফ হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ