কবিকুঞ্জ’র নিয়মিত সাপ্তাহিক কবিতা আসর অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২৭, ২০২৪, ১:০৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি :‘‘বক্ষে ধরি আকাশ, আরবার গেয়ে উঠি ঘুম-ভাঙা গান’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো কবিকুঞ্জ’র নিয়মিত সাপ্তাহিক কবিতা আসর। শুক্রবার (২৭ জানুয়ারি) মিয়াপড়াস্থ বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী মহানগর কার্যালয়ের মনোরম প্রাঙ্গণে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন কবিকুঞ্জ’র কোষাধ্যক্ষ কবি আলমগীর মালেক।
শুরুতেই সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।
আয়োজনে বক্তব্য রাখেন কবিকুঞ্জ’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রফেসর কবি রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কবি, ছড়াকার, গীতিকার প্রফেসর ড. অলীউল আলম, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মকবুল হোসেন (কবি সালিম সাবরিন) প্রমুখ। এরপর কবি মো. মোবারক হোসেন-এর সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘আকাশ ও সমুদ্রের গান’-এর মোড়ক উন্মোচন করা হয়।

কবি তাঁর অনুভূতি প্রকাশে বলেন, প্রকৃতির শিক্ষা আর সাথে ভাব-কল্পনার মিশেল, তা-ই কবির কলমে শব্দের রূপ নেয়। কাব্য, মূলত সেই শব্দের মলাটবদ্ধ সংকলন। পরে সেই গ্রন্থ থেকে কবিতা পাঠ করা হয়। কবিতা পাঠ করেন, শাহনায়জ প্রমাণিক সুমন, কবি ওয়ালী উল ইসলাম, কবি লোকমান হোসেন, কবি দ্বিপালী রানী সরকার, কবি হাসিবুল ইসলাম, কবি রেহেনা ইসলাম, কবি রুবেল হক, কবি সেঁজুতি রহমান, কবি শামীমা ডেইজী লিপি, কবি মাহাফুল আখতার জাহান, কবি মনিরুল ইসলাম, কবি হাবিবুল ইসলাম তোতা, কবি এস এম তিতুমীর প্রমুখ।

এছাড়া স্বরচিত কবিতা পাঠ করেন, কবি মেহেবুব ইসলাম রহমত, কবি সুমন শামস, কবি শিরিন জাহান, কবি সমতোষ রায়, কবি মনিরুল ইসলাম তন্ময়, কবি আজিজুল হাকিম, কবি ওয়ালী উল ইসলাম।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবিকুঞ্জ’র অন্যতম সহ-সভাপতি কবি শফিকুল আলম, অন্যতম উপেদেষ্টা আব্দুুল আওয়াল খান চৌধুরী জ্যোতি, সাকিল আহমেদ মৃদুল, সৈয়দ শফীক। কুঞ্জকন্যা সহিষ্ণুতা’র কণ্ঠে কবিগুরুর ‘হে নূতন দেখা দিক আরবার..’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রান্তিকে কবি সাকিল আহমেদ মৃদুলকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও কবিগণ নৈশ্যভোজে আপ্যায়িত হন। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সুরজিৎ গুপ্ত আর উপস্থাপনা করেন কবিকুঞ্জ’র যুগ্ম-সম্পাদক শাহনাওয়াজ প্রামানিক সুমন।

এ বিভাগের অন্যান্য সংবাদ