গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত

আপডেট: এপ্রিল ১৫, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে বাংলা নববর্ষ উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়াইগ্রাম পৌরসভার মৌখড়া সরকারি প্রাথামিক বিদ্যালয় মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবি সমিতির কোষাধ্যক্ষ মকলেছুর রহমান মিলন ব্যক্তিগত ভাবে এর আয়োজন করেন।

হাজারো দর্শকের উপস্থিতিতে আয়োজিত খেলার উদ্বোধন করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, আয়োজক অ্যাডভোকেট মকলেছুর রহমানসহ অন্যান্য অতিথি বৃন্দ।

খেলা দেখতে আসা শিশু রিশান আহমেদ (১১) বলে, এমনও খেলা হয় আমার কোন ধারনায় ছিলো না। সরাসরি এমন খেলা দেখতে পেরে খুব ভালো লাগছে।
দশম শ্রেণির শিক্ষার্থী আফরোজা শিউলী বলে, লাঠি খেলার গল্প শুনেছি অনেক। এবার চাক্ষুস দেখতে পেয়ে অনেক ভালো লগেছে।

আয়োজক মকলেছুর রহমান বলেন, ছোট সময় আমরা লাঠি খেলা দেখে অনেক মজা পেতাম। অপেক্ষায় থাকতাম আবার কবে বৈশাখ আসবে। সেই তাড়না থেকেই এর আয়োজন। বর্তমান প্রজন্মও এই খেলা দেখে মুগ্ধ হবে।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক অহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পড়ে এমন খেলার আয়োজন আমাদের ঐতিহ্যের ধারক। আগামী প্রজন্ম এতে উদ্বীজিবিত হবে।
বনপাড়া পৌর-মেয়র কে.এম জাকির হোসেন বলেন, গ্রামীণ ঐতিহ্য বিলুপ্তি’র পথে। এ ধরণের আয়োজনকে উৎসাহিত করা হবে। যার মাধ্যমে টিকে থাকবে আমাদের ঐতিহ্য।