জয়পুরহাটে কর সেবামাসে সন্তোষজনক কর আদায়

আপডেট: নভেম্বর ১১, ২০২৩, ২:১১ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি :


জয়পুরহাট নভেম্বর কর সেবা মাসে, ২০২৩-২৪ অর্থবছরে ৬৭ কোটি ৮২ লক্ষ টাকা আদায়ের লক্ষ্য পূরণে আশাব্যঞ্জক অগ্রগতি নিয়ে অগ্রসর হচ্ছে। সার্কেল-২০, জয়পুরহাট কর অঞ্চল, ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রায় ১৬ কোটি টাকার উর্দ্ধে কর আদায়ে সক্ষম হয়েছে। একই সময়ে রিটার্ন দিয়েছেন ২ হাজার ৬০৯ জন। করসেবা মাসের ৭ কার্যদিবসের ৫২১ রিটার্নের বিপরীতে কর আদায় ১০ লক্ষ ৫৯ হাজার ৫৬৫ টাকা। ২০২২-২৩ অর্থবছরে ৫২ কোটি ৬২ লক্ষ টাকা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হয়েছিল ৫৩ কোটি ২৬ লক্ষ টাকা। একই অর্থবছরে রিটার্ন এসেছিল ১০ হাজার ৫৮৬টি।

করসেবা মাসে সার্কেল-২০ জয়পুরহাট কর অঞ্চলে রিটার্ন দিতে আসা জেলা সদরের আমদই ডিগ্রি কলেজের অর্থনীতির প্রভাষক মো. আব্দুল মতিন, বিজিবি হাবিলদার (রাঙ্গামাটি) মো. হুমায়ন কবির ও একজন নিরাপত্তা প্রহরী মো. মহব্বত আলী জানান, তারা ভালভাবে রিটার্ন জমা দিতে সব রকম সহায়তা পেয়েছেন। ভালভাবে রিটার্ন দিতে পারায় তারা খুশি। এখানকার করসেবার মানে তারা সন্তুষ্ট।

উল্লেখ্য, গত ১ নভেম্বর সকালে সার্কেল-২০ জয়পুরহাট কর অঞ্চলে আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে করসেবা মাসের উদ্বোধন করেন, বগুড়া অঞ্চলের কর কমিশনার মো. বজলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন একই অঞ্চলের যুগ্ম কর কমিশনার আবু নসর মো. মাহবুবুজ্জামান। এসময় সাথে ছিলেন, সার্কেল-২০ জয়পুরহাট কর অঞ্চলের উপ-কর কমিশনার শেখ আলী হাসান, কর পরিদর্শক মো. সাইফুল ইসলাম, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো. সাজ্জাদুল বারী প্রমুখ।