নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি’র ১০ নেতা-কর্মী

আপডেট: মার্চ ২১, ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ

নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি’র ১০ নেতা-কর্মী

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁয় জামিনে মুক্তি পেলেন বিএনপি’র ১০ নেতা-কর্মী। রাণীনগর ও পত্নীতলা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (২০মার্চ) সন্ধ্যায় তারা নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পান। ১০ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আইনজীবী সাব্বির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের মধ্যে রাণীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান জাপান, মোসারব হোসেন, সদস্য নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান বেলাল ও বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক একলাস আলী মন্ডল ও পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম জুয়েল, নজিপুর পৌর যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদেরসহ নওগাঁ জেলা ছাত্রদলের সহ প্রচার সম্পাদক রাকিবুল হাসান রয়েছেন বলে জানা গেছে।

গত বছরের ২নভেম্বর রাণীনগর উপজেলার বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় ও গত ২৮ অক্টোবর পত্নীতলা উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে একটি রুলনিশি জারি করেন এবং রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত তাদের অর্ন্তবর্তীকালিন জামিন মঞ্জুর করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ