নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

আপডেট: মার্চ ২৮, ২০২৪, ২:০৫ অপরাহ্ণ

নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

নওগাঁ ও পোরশা প্রতিনিধি:


নওগাঁর পোরশা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত আল-আমিন (৩৮) এর মরদেহ অবশেষে পতাকা বৈঠকের মাধ্যমে একদিন পর ফেরত দিয়েছে। বুধবার (২৭ মার্চ) রাতে নওগাঁর সাপাহার উপজেলার ১৬ বিজিবির অধীনে হাঁপানীয়া বিওপি ক্যাম্প এলাকা কৃষ্ণসদা গ্রামে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পাতাকা বৈঠক হয়।

১৬ বিজিবি হাঁপানীয়া ক্যাম্পের নায়েক সুবেদার আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন। সাপাহার উপজেলার কৃষ্ণসদা গ্রামে ২৩৬ মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা নায়েক সুবেদার আবু তালেব।

এরপর বিএসএফ এর গুলিতে নিহত আল-আমিন এর মরদেহ রাত প্রায় ৮ টার দিকে নিয়ে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে নওগাঁ ১৬ বিজিবির অধিনে হাপানীয়া বিওপি ক্যাম্প এলাকা দিয়ে আল-আমিন সহ কয়েকজন গরু আনতে ভারতে চোরাই পথে প্রবেশ করে। এসময় বিএসএফরা টহল করছিল। তাদের দেখে অন্যরা পালিয়ে আসতে পারলেও আল-আমিন পালাতে পারেনি।

মঙ্গলবার ভোর রাতে ভারতীয় ১৫৯ টেক্কা পাড়া বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা নীলমারী ২৩১/১০এস মেইন পিলার দিয়ে প্রায় ১কিলোমিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ টহল দলের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই মারা যায়। নিহত আল-আমিন উপজেলার নিতপুর ইউনিয়নের কলনিপাড়ার সিদ্দিক এর ছেলে।

এ বিভাগের অন্যান্য সংবাদ