নগরীতে ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি ৬২ লাখ টাকা পেলেন ২৬ ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ

আপডেট: অক্টোবর ৩০, ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নগরীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৬ জন ভূমি মালিকের হাতে ক্ষতিপূরণের ৫ কোটি ৬২ লাখ টাকার চেক বিতরণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। কোনো ধরনের হয়রানি ছাড়াই সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিসুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাম্মী আক্তার।

দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণের চেক পেয়ে ভূমি মালিকরা জানান, আগে ভূমি অধিগ্রহণের টাকা উত্তোলন করতে অনেক কাঠ-খড় পোড়াতে হতো, তবুও ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা নিজেদের প্রাপ্য টাকা পেতেন অনেক দেরি হতো। কিন্তু বর্তমান সরকার জবাবদিহিতামূলক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। তাই দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা প্রাপ্য টাকা হাতে পেয়ে যাচ্ছেন। আর তাই অনুষ্ঠানে তিনগুণ মূল্য ক্ষতিপূরণ পেয়ে জেলা প্রশাসকের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ