পাবনা হাসপাতালে হৃদরোগ বিভাগের শয্যা বৃদ্ধি

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ৭:৩০ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি:


২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগের শয্যা বৃদ্ধি এবং আধুনিকিকরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফিতা কেটে এর উদ্বোধন করেন।
এ সময় কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার শাহরিয়ার কবির, বিএমএ পাবনা জেলার সাধারণ সম্পাদক আকসাদ আল মাসুর আনন, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুর রশিদ আকন্দ, গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট সাবেরা সুলতানা বিশ্বাস আসমানী, আরএমও ডা. জাহিদুল ইসলাম, সানোয়ার নেওয়াজ খান প্রমুখউপস্থিত ছিলেন।

ডা. মোহাম্মদ রফিকুল হাসান জানান, হৃদরোগ বিভাগে প্রথম পর্যায়ে ৮ শয্যা দিয়ে এর কার্যক্রম পরিচালিত হতো। এখন সেখানে ১২টি শয্যা বৃদ্ধি করে ২০ শয্যায় উন্নীত করা হলো। এর ফলে রোগিদের সেবার মান আরো বৃদ্ধি পারে। প্রতিবছর এই বিভাগ থেকে ১০ হাজার রোগী সেবা পেতেন। এখন অধিক রোগিদের সেবা দেয়া সম্ভব হবে।
উদ্ধোধন শেষে রোগিদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং উন্নতমান খাবার বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ