আদমদীঘিতে ফুটপাত দখলে নিয়ে হোটেল রেস্তোরার ইফতারের দোকান

আপডেট: মার্চ ১৫, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:বগুড়া আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ব্যস্ততম রাস্তা স্টেশন রোড ও রেলগেট । এই রাস্তাগুলোর দুই পাশের ফুটপাত দখলে নিয়ে বসানো হয়েছে বিভিন্ন দোকানপাট ও হোটেল রেস্তোরাঁর ইফতার বিক্রিয়ের দোকান। অবৈধভাবে ফুটপাত দখলে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা।

সান্তাহার স্টেশন রোডের ফুটপাত দখলে নিয়ে শহরের অভিজাত হোটেল রেস্তোরা। পৌর শহরের নামকরা দুই হোটেল বিসমিল্লাহ হোটেল ও হোটেল স্টার ফুটপাত দখল করে দেদারসে ইফতার বিক্রির কার্যক্রম চালাচ্ছে। এই দুই হোটেলের সামনে থেকে ইফতার সামগ্রীর দোকান পাট সরিয়ে নেওয়ার জন্য সান্তাহার পৌরসভা থেকে নোটিশ করা হয়েছে দুই হোটেল মালিকে।

এ বিষয়ে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, রাস্তার পাশের ফুটপাত দখলে নিয়ে দুইটি হোটেল ইফতার সামগ্রীর দোকান দিয়েছে৷ যার ফলে পথচারীদের চলাচলের পাশাপাশি রাস্তায় ও যানজটের সৃষ্টি হচ্ছে। দুই হোটেলের সামনের ফুটপাত থেকে তাদের দোকান সড়িয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছে। যদি তারা নোটিশ অমান্য করে তাহলে পৌরসভা কর্তৃক তাদের দোকান অপসারণ করে মালামাল জব্দ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ