বড়াইগ্রমে বিদেশি পণ্যে আমদানিকারকের মনোগ্রাম না থাকায় জরিমানা

আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রামে বিদেশি পণ্যে আমদানিকারকের মনোগ্রাম না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) উপজেলার বড়াইগ্রাম পৌর সদরের লক্ষীকোল বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর ওই অভিযান পরিচালনা করেন।

বড়াইগ্রমে মেহেদী হাসান তানভীর বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আমদানিকারকের মনোগ্রামবিহীন বিদেশি কসমেটিক্স সংরক্ষনের কারণে আলম এন্ড মামুন স্টোরকে পাঁচ হাজার টাকা, সাইফুল কসমেটিক্সকে তিন হাজার টাকা, রিতু কসমেটিক্সকে পাঁচ হাজার টাকা এবং তাজিম কসমেটিক্সকে তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় বড়াইগ্রাম থানার পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের অভিযান চলমান থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ