বাউয়েটের নতুন উপাচার্য হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান

আপডেট: মার্চ ২৫, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ


বাগাতিপাড়া প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) নতুন উপাচার্য হিসেবে যোগদান করলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। তিনি উপাচার্র্য (প্রাক্তন) ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম’র স্থলাভিষিক্ত। সোমবার (২৫ মার্চ) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে উপাচার্যের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মদ হামিদুল হক, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর (অব.) মো. মনজিনুল মুবীনসহ বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা এবং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত নতুন উপাচার্য বাউয়েটে যোগদানের পূর্বে বাংলাদেশ সমরাস্র কারখানায় প্ল্যানিং এন্ড মেইনটেনেন্স বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা জীবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে ব্যাচেলর অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং একই প্রতিষ্ঠান থেকে মাস্টার অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সদস্য হিসেবে যোগদান দেন ও কমিশন প্রাপ্ত হোন। নবনিযুক্ত-বিশ্ববিদ্যালয়’র উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।